×

জাতীয়

মার্কিন ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ না পাওয়ায় সরকার চিন্তিত নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম

মার্কিন ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ না পাওয়ায় সরকার চিন্তিত নয়

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ডেমোক্রেসি সামিটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ না জানালেও চিন্তিত নয় সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সামিট করছে। সামিটে আমন্ত্রণ জানালে গণতন্ত্র ভালো সে ধরনের কোনও ইঙ্গিত আমরা দেখছি না। যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়, সেগুলো কী বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয় সেটি তারাই ভালো বলতে পারবে। এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে যদি আলোচনা হয়, তবে আমাদের অনেক ইতিবাচক দিক আছে এবং সেগুলো আমরা বলতে পারবো।

ঢাকায় সাম্প্রতিক সময়ে শীর্ষ মার্কিন কর্তাদের সফরের শুরুটা স্টিফেন বাইগানের হাত ধরে ২০২০ সালে। এর ২ বছর পর আসেন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নূল্যান্ড। ঐ বছরই এপ্রিলে সম্পর্কের ৫০ বছর উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যান ওয়াশিংটনে। বৈঠক করেন অ্যান্থনি ব্লিনকেনের সাথে।

এরপর এ বছর বাইডেন সরকারের বার্তা নিয়ে একে একে আসেন নিরাপত্তা উপদেষ্টা রিয়্যার এডমিরাল এইলিন লউভেখার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

সেই ধারাবাহিকতায় যোগ হচ্ছেন ডেরেক শোলে। স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর হিসেবে কর্মরত এই মার্কিনীর সফরে মূলত রোহিঙ্গা ইস্যুই প্রাধান্য বলে মনে করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তবে ওয়াশিংটন ঢাকা সম্পর্কের এমন সুদিনেও দেশটির গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় এবারো নেই বাংলাদেশ। যদিও রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। পররাষ্ট্র সচিবের মতে, দাওয়াতের সাথে গণতান্ত্রিক চর্চার ভালো মন্দের কোন সম্পর্ক নেই।

আন্ডার সেক্রেটারি পদমর্যাদার ডেরেক শোলে চলতি মাসের ১৪, ১৫ ফেব্রুয়ারি ঢাকা সফর করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App