×

জাতীয়

নতুন রাষ্ট্রপতির ওপর বিএনপির ভরসা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০ এএম

নতুন রাষ্ট্রপতির ওপর বিএনপির ভরসা নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাষ্ট্রপতি পদে এমন মানুষই থাকা দরকার, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ এই পদমর্যাদা রক্ষা করতে পারবেন। যিনি দলমত নির্বিশেষে নিরপেক্ষ থাকবেন। দেশের স্বার্থে সব ব্যক্তি ও রাজনৈতিক দলকে সমান চোখে দেখবেন। কিন্তু আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি করেছে, তার কাছ থেকে এমনটা আশা করা যায় না। সে কারণেই নতুন রাষ্ট্রপতির প্রতি বিএনপির কোনো ভরসা নেই।

কেমন হলো নতুন রাষ্ট্রপতি গতকাল সোমবার রাতে ভোরের কাগজের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে এখনো গায়ের জোর অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তারাই আবার অবৈধ ক্ষমতাবলে দল সমর্থিত ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি।

বিএনপির এই নেতা বলেন, সরকারের একমাত্র লক্ষ্য যে কোনোভাবে একটি পাতানো নির্বাচন দিয়ে ফের ক্ষমতায় যাওয়া। আর বিএনপির লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। সরকার কী করল না করল, কাকে রাষ্ট্রপতি বানাল- সেসব বিষয়ে আগ্রহ নেই বিএনপির। চলমান আন্দোলনই বর্তমানে আমাদের প্রধান ‘ফোকাস পয়েন্ট’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App