×

জাতীয়

শুরু হতে যাচ্ছে খেলাঘরের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ পিএম

শুরু হতে যাচ্ছে খেলাঘরের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প

ছবি: ভোরের কাগজ

আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প ২০২৩’ উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষয়টি জানান শিশু বক্তা সোহানী আকতার।

জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে করতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ড. আবু সাঈদকে কো-চেয়ারম্যান এবং সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু ও কেন্দ্রীয় সদস্য নীহার রঞ্জন সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।

সারাদেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক এই ক্যাম্পে অংশ নেবেন। পাশাপাশি ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোর বাহিনী এবং আগরতলা ও নেপালের আরো দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।

খেলাঘর ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলের সদস্য শ্যামল দত্ত বলেন, বাংলাদেশের বয়স হয়েছে ৫০ বছরেরও বেশি। যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণা করতে না পারি তাহলে সুষ্ঠু সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে উঠবে না। খেলাঘরের শিশু- কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের মতো আয়োজন শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার বলেন, খেলাঘরের ছোট শিশুরা আকাশের তারার মতন আলোকিত পরিবেশ তৈরি করে। খেলাঘর মুক্তিযুদ্ধের সৈনিক তৈরি করেছিল। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক আগামীতেও তৈরি করবে। এখনো দুষ্টু লোকেরা শিশু এবং নারীদের কাজে বাঁধা দেয়। কিন্তু শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারীরা এখন স্বাধীনভাবে কাজ করছেন। বাংলাদেশে সোনার বাংলা গড়ে তুলবে খেলাঘরের শিশুরা। আমরা জাগবো এবং সোনার বাংলা গড়বো।

এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কেন্দ্রীয় খেলাঘর এর প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, সম্পাদক রাজেন্দ্রদেব মন্টু, সম্পাদক সুজন মজুমদার, সম্পাদক নাদিয়া রহমান মেঘলা, সম্পাদক রাজন ভট্টাচার্য প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App