×

জাতীয়

১ হাজার টাকায় পিস্তল উঁচিয়ে ভীতি ছড়ান জাহিদ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৫ এএম

১ হাজার টাকায় পিস্তল উঁচিয়ে ভীতি ছড়ান জাহিদ!

ফাইল ছবি

অস্ত্র উঁচিয়ে মানুষের মাঝে ভীতি ছড়াতে মাঝেমধ্যেই ভাড়ায় যেতেন জাহিদুল ইসলাম জাহিদ। তেমনি বিএনপির পদযাত্রাতেও ১ হাজার টাকার বিনিময়ে পিস্তল উঁচিয়ে ভীতি ছড়ান তিনি। এমনটাই পুলিশের কাছে জানিয়েছেন জাহিদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুরের বরমীতে বিএনপির পদযাত্রা ঘিরে ভীতি ছড়াতে প্রকাশ্যে পিস্তল তাক করেছিলেন এক যুবক। সেই যুবককে গ্রেপ্তারের পর জানা যায় তার নাম জাহিদুল ইসলাম জাহিদ।

অস্ত্র তাক করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জাহিদকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে গতকাল রবিবার ভোরে শ্রীপুরের গাড়ারণ এলাকায় বন্ধু হাতেমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় জাহিদের ব্যবহূত পিস্তলটি।

ভিডিওতে দেখা যায়, জাহিদের পরনে ছিল হলুদ টি-শার্ট, হাতে বিদেশি পিস্তল। নেতাকর্মীর ভিড়ে ডান হাতে থাকা পিস্তলটি প্রকাশ্যে উঁচিয়ে দ্রুত হেঁটে চলছেন তিনি।

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খন্দকার বলেন, জাহিদ মূলত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে গ্রেপ্তারের পর জাহিদ পুলিশকে জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ১ হাজার টাকা দিয়ে অস্ত্র তাক করার জন্য বলেছিলেন। এরপর আবার আরও দুই নেতার নাম বলেন। তবে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বলেন, সামাজিকভাবে হেয় করতে জাহিদ আমার নাম বলেছেন।

পুলিশ জানায়, একেক সময় একেকজন নেতার নাম বলছেন জাহিদ। তবে এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জাকির হোসেনের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ। আরও যাঁদের নাম বলেছেন, পুলিশ তা তদন্ত করছে। জাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাহিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন ধারায় অন্তত অর্ধডজন মামলা রয়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ বলেন, শান্ত এলাকাকে অশান্ত করার জন্যই বিএনপি তাদের পালিত লোক দিয়ে এভাবে অন্ত্র তাক করিয়েছে।

এদিকে জাহিদ বিএনপির কর্মী বলে পুলিশ দাবি করলেও দলের নেতারা তা উড়িয়ে দিয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, জাহিদ বিএনপি বা কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিএনপির কোনো নেতাকর্মী তাঁকে চেনেন না। তবে গত শনিবার সংঘর্ষের এক পর্যায়ে জাহিদকে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App