×

জাতীয়

গণহত্যার স্বীকৃতি আদায়ে রাজনৈতিক বিবেচনা কাজ করে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

গণহত্যার স্বীকৃতি আদায়ে রাজনৈতিক বিবেচনা কাজ করে

ড. জেরেমি মেলভিন মেরন

আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি আদায়ের সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিবেচনা কাজ করে। এজন্য ধৈর্য ধরে অগ্রসর হওয়া ও বিভিন্ন দেশে অ্যাকাডেমিক, সামাজিক বা সংস্কৃতি পরিমণ্ডলে সঠিক চিত্র তুলে ধরে রাজনীতিকদের মনোযোগ আকর্ষণের পরামর্শ দিয়েছেন কানাডীয় মিউজিয়াম ফর হিউম্যান রাইটস হলোকাস্ট ও গণহত্যা বিষয়ক কিউরেটর ড. জেরেমি মেলভিন মেরন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গণহত্যার বিষয়ে আলোচনা করেন ড. জেরেমি মেলভিন মেরন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ৬-১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করছেন জেরেমি। তিনি ১৯৭১ সালে ঢাকা ও সংলগ্ন যেসব এলাকায় গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। একই সঙ্গে ১৯৭১ সালের গণহত্যায় নিহত পরিবারের সদস্য ও গণহত্যায় বেঁচে যাওয়া নির্যাতিতদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি বলেন, ‘আমার মতে স্বীকৃতির জন্য ধৈর্য প্রয়োজন। মুক্তিযুদ্ধ যাদুঘর, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি ডায়াসপোরা বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছে।’

গণহত্যার স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক মতামত কীভাবে পক্ষে আনা যায়- জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে অ্যাকাডেমিক, সামাজিক বা সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলাদেশিরা গণহত্যার সত্যি ঘটনাগুলো বারবার বললে রাজনৈতিক পরিমণ্ডলে বিষয়টি তুলে ধরা সহজ হবে। এর ফলে বিষয়টির আলোচনার ব্যপ্তি বৃদ্ধি পাবে ও হয়তো এটি রাজনৈতিক মহলকে প্রভাবিত করতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App