×

জাতীয়

রাজধানী জুড়ে তীব্র যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩ এএম

রাজধানী জুড়ে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী জুড়ে সড়কে তীব্র যানজট। বিশেষ করে ফার্মগেট ও নিউ মার্কেটমুখী সড়কে যানজট বেশি। মোটরসাইকেল আরোহীদের চেয়ে বাসের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে খামারবাড়ি থেকে থেকে ফার্মগেট হয়ে কারওয়ানবাজার পর্যন্ত পুরো সড়কে যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। যানবাহনগুলো থেমে থেমে চলছিল। এতে পুরো ভাড়া দিয়েও তীব্র যানজটের কারণে অনেকে বাস থেকে নেমে হেঁটে রওনা দিয়েছেন। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে ফার্মগেট যেতে ১৫-২০ মিনিটের মতো সময় লাগে। কিন্তু আজ (সোমবার) সকাল ৯টার দিকে এই পথ যেতে পৌনে এক ঘণ্টার মতো সময় লাগছে। এছাড়া রাজধানীর অন্যান্য অংশের অবস্থাও একই রকম বলে কয়েকজন ভুক্তভোগী জানান। বিজয় স্বরণির মোড়ে ট্রাফিক পুলিশরা জানান, অন্য দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ বেশি। সকাল থেকে যানজটের কারণে এসব যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App