×

জাতীয়

ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (২০ জানুয়ারি) দেশের বৃহত্তম জুমার জামাত আদায় হয়েছে। বেলা ১টা ৫০ মিনিটে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এ জুমার নামাজে ইমামতি করেন। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ইজতেমা প্রাঙ্গণে জুমার নামাজে হাজার হাজার মানুষ শামিল হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে ভরে যায় ইজতেমা মাঠ। মানুষের ঢলে জায়গা না পেয়ে অনেকেই বসে পড়েন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আশপাশের অলিগলিতে। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সরেজমিন দেখা যায়, জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা মাঠের দিকে। নামাজে অংশ নিতে মুসল্লিরা চেষ্টা করেন ইজতেমা ময়দানে প্রবেশের। এর মধ্যেই মাইকে ঘোষণা আসে নামাজের। মুসল্লিরা ছোটাছুটি বন্ধ করে বসে পড়েন যে যার জায়গায়। মাঠে জায়গা না পেয়ে টঙ্গীর বাটাগেট–সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পেপার বিছিয়ে নামাজ পড়ছিলেন তিন যুবক। তারা এসেছেন রাজধানী ঢাকার জয়নালা মার্কেট এলাকা থেকে। কথা হলে তাঁরা জানান, প্রায় এক ঘণ্টা আগে থেকেই তাঁরা চেষ্টা করছিলেন মাঠে প্রবেশের। কিন্তু ভেতরে জায়গা নেই। এর মধ্যেই শুরু হয় নামাজ। তাই উপায় না পেয়ে বসে পড়েন সড়কে। এর মধ্যে মো. আবু বকর সিদ্দিক নামের একজন বলছিলেন, ‘গত ইজতেমায় (প্রথম পর্ব) অনেক আগে আসছিলাম। কিন্তু প্রচুর মানুষের কারণে ভেতরে ঢুকতে পারি নাই। এবারও শেষ পর্যন্ত জায়গা না পেয়ে সড়কে নামাজ পড়ি।’ তিনি আরও বলেন, বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করার আনন্দই অন্য রকম। একটু কষ্ট হলেও সবাই আনন্দিত। তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। তাঁদের ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App