×

জাতীয়

জামায়াতে আমির শফিকুর রহমানের জামিন নামঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম

জামায়াতে আমির শফিকুর রহমানের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে জামিন চেয়ে আবেদন করেন শফিকুর রহমানের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামাতের আমিরকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি টিম। আমিরের বাসায় জঙ্গিদের মিটিং, জঙ্গি সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও বান্দরবানে জঙ্গিদের সঙ্গে মিটিং শেষে ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে অজ্ঞাত স্থানে লুকানোসহ নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর ১৩ ডিসেম্বর আদালত আমিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ২১ ডিসেম্বর তাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া একই মামলায় জামায়াতের আমিরের ছেলে রাফাত সাদিকসহ দুই জন একই মামলায় তিন দফার রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App