×

জাতীয়

রোজিনার অব্যাহতির ওপর নারাজি দেবেন বাদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

রোজিনার অব্যাহতির ওপর নারাজি দেবেন বাদী

ফাইল ছবি

দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি অফিস থেকে তথ্য চুরির মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের (অব্যাহতির) ওপর নারাজি দিতে সময়ের আবেদন করেছেন মামলার বাদী।

রবিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরে আদালত রোজিনার বিরুদ্ধে ডিবি পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে শুনানি জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন বাদীর আইনজীবী নারাজি দেয়ার জন্য সময়ের আবেদন করেন। আদালত আইনজীবীর দেয়া সময়ের আবেদন মঞ্জুর করেন।

রোজিনা আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ গত বছরের ১১ অক্টোবর রোজিনা ইসলামকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত হন। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে ওই রুমে আটকে রাখা হয় তাকে। পরে রাত সাড়ে আটটার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর মধ্যরাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এ (দাপ্তরিক গোপনীয়তা আইন, ১৯২৩) মামলা হয়। গত ২৩ মে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App