×

জাতীয়

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০১:৩২ পিএম

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে দুদিনের সরকারি সফরে আজ রবিবার ঢাকায় আসছেন। ক‚টনৈতক মহল তার এই ঢাকা সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একাধিক ক‚টনৈতিক বিশেষজ্ঞ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর কথা বলা হলেও, বিজয় গোখলের ঢাকা সফরে মূলত উভয় দেশের আসন্ন জাতীয় নির্বাচন, এই নির্বাচনের আগে লন্ডনে দুদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক, রোহিঙ্গা সংকটে ভারতের অবস্থান ও তিস্তার পানি বণ্টন চুক্তি সর্বাধিক গুরুত্ব পেতে যাচ্ছে। শুধু তাই নয়, হাসিনা-মোদি বৈঠকের এজেন্ডা নির্ধারণ এবং তা চূড়ান্ত করাও গোখলের ঢাকা সফরের বিশেষ উদ্দেশ্য। বিজয় গোখলের সফর নিয়ে টাইমস অব ইন্ডিয়া এক খবরে বলেছে, বাংলাদেশ ও ভারতের জাতীয় নির্বাচন আসন্ন হওয়ায় উভয় দেশের ক্ষমতাসীন সরকারের জন্যই পরস্পরের প্রতি আস্থা অর্জন ও নির্ভরশীলতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিমসটেকের নিরাপত্তাবিষয়ক সম্মেলন উপলক্ষে সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ঢাকা সফরের মতো ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলের সফরকেও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে ভারতীয় প্রভাবশালী ওই ইংরেজি দৈনিক। তাদের খবরে বলা হয়েছে, নিজেদের কৌশল ঠিক করতে ভারতের চিন্তার কেন্দ্রে এখন ঢাকা। শেখ হাসিনার গত দুই মেয়াদে বাংলাদেশ-ভারতের কৌশলগত সম্পর্ক সর্বাধিক ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিককালে চীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, আগামী ১৬ থেকে ২০ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ হেড অব গভর্নমেন্ট সম্মেলন (সিএইচওজিএম) বা কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই সম্মেলনে যোগ দেবেন এবং সম্মেলনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠকের কথা রয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য উভয় দেশ ক‚টনৈতিক তৎপরতা শুরু করেছে এবং তার অংশ হিসেবে বিজয় গোখলে ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে আনন্দবাজার পত্রিকার জানিয়েছে, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছ থেকে আরো বেশি আস্থা অর্জন করার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে ভারতের ক্ষমতাসীন মোদি সরকার। এ ছাড়াও লন্ডনে হাসিনা-মোদির ওই সম্ভাব্য বৈঠকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যাসমূহ, তিস্তা ইস্যু এবং ভারতীয় অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও কথা হতে পারে। পাশাপাশি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। লন্ডনের বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাতেও পারেন প্রধানমন্ত্রী হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গোখলের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক ছাড়াও গোখলে বাংলাদেশের গণমাধ্যম, চিন্তাবিদ ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়, ইনস্টিটিউট অব পলিসি, এডভোকেসি এন্ড গভর্নেন্সের (আপিএজি) উদ্যোগে ‘ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনস : ডিপেনিং কো-অপারেশন এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। প্রসঙ্গত, দুই দেশের প্রধানমন্ত্রীর সর্বশেষ বৈঠক হয় প্রায় এক বছর আগে। গত বছরের এপ্রিল মাসে শেখ হাসিনার দিল্লি সফরে ওই বৈঠক হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App