×

জাতীয়

জামানত হারালেন আ.লীগ প্রার্থী ডালিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

জামানত হারালেন আ.লীগ প্রার্থী ডালিয়া

হোসনে আরা লুৎফা ডালিয়া। ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সাত মেয়র প্রার্থী। দ্বিতীয়বারের মতো রসিক মেয়র পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বুধবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

তথ্য বলছে, সরকার দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল) ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন।

তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেওয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট।

পরিসংখ্যান বলছে, রংপুর সিটি করপোরেশনে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। সে হিসাবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ৩৫ হাজার ১২২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

জামানত হারানো অন্যরা হলেন- বাংলাদেশর কংগ্রেসের আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল, স্বতন্ত্র মেহেদী হাসান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান ও জাসদের শফিয়ার রহমান।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট এক হাজার ৩৬টি। মোট ভোট পড়েছে দুই লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App