×

জাতীয়

মেট্রোরেলে হাফ পাস নেই শিক্ষার্থী‌দের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

মেট্রোরেলে হাফ পাস নেই শিক্ষার্থী‌দের

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকছে না মেট্রোরেলে। এ কারণে সাধারণ গণপরিবহনের মতো মেট্রোরেলে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন না শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে সংবাদ স‌ম্মেল‌নে মে‌ট্রো‌রে‌লের নির্মাণকারী সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা প‌রিচালক (এমডি) এম এ এন ছি‌দ্দিক এ কথা জানান। দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মেট্রোরেলের ভাড়ার তালিকা গত ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এই তালিকা অনুযায়ী, ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি-৬ লাইনে ভাড়া ২০ থেকে ১০০ টাকা। উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। কমলাপুর পর্যন্ত ভাড়া ১০০ টাকা। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা।

মেট্রোরেলের বগিতে সর্বোচ্চ ধারণক্ষমতা দুই হাজার ৩০৮ যাত্রী। দুই মিনিটেরও কম সময়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবে মেট্রোরেলের বিদ্যুৎচালিত ট্রেন। স্মার্ট কার্ড ছাড়াও স্টেশন থেকে টিকিট কেটে ভ্রমণ করা যাবে মেট্রোরেলে। ভাড়া টাকায় ট্রেন পরিচালনার ব্যয় ও নির্মাণ খরচের ঋণ শোধ করতে হবে। ভাড়ার টাকায় তা হবে না, ফলে সরকারকে ভর্তুকি দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App