×

জাতীয়

বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠায় জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১২:২৫ পিএম

বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠায় জিয়া

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এই জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিয়েছিলো। এই জিয়াউর রহমানই নিরপরাধ সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছিলো।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে। ভোট জালিয়াতির বিরুদ্ধে। আবার হবে। নির্বাচনেও হবে, আন্দোলনেও হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনার মধ্যেও আমাদের নেত্রী ভ্যাকসিন (টিকা) দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা জেলায় জেলায় মানুষের পাশে ছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে একটি ইংরেজি নোটে বলেছিলেন, জনগণের প্রতি ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App