×

জাতীয়

ফারুকী হত্যা: মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

ফারুকী হত্যা: মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ জানুয়ারি

ছবি: সংগৃহীত

২০১৪ সালে টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমসহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন নি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর প্রায় ৮ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি এ মামলায় কাজী ইব্রাহীমকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App