×

জাতীয়

বিএনপির শূন্য আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

মনোনয়নপত্র দাখিল- ৫ জানুয়ারি বাছাই- ৮ জানুয়ারি প্রত্যাহার- ১৪ জানুয়ারি

বিএনপি সাংসদদের ছেড়ে দেয়া শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের জন্য ৫, ৮ ও ১৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব হুমায়ুন কবীর। তিনি জানান, ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সিসি ক্যামেরার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ১১ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ জিএম সিরাজ ও ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান সংসদের নিজ নিজ আসন ছেড়ে দেয়া ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পদত্যাগের  ঘোষণা দেন জিএম সিরাজ।

পরবর্তীতে দলীয় সাংসদদের পদত্যাগপত্র জমা দেয়ার পর হারুনুর রশীদ জানান, সশরীরে সংসদে এসে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App