×

জাতীয়

বাইরের চাপে নত হবে না সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:৪২ এএম

বাইরের চাপে নত হবে না সরকার

রবিবার মানবাধিকার দিবসের আলোচনায় বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

বাইরের চাপে সরকার নত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ঢাকার ১৫টি বিদেশি মিশনের বিবৃতি নিয়ে তিনি বলেন, এসব বিবৃতি আমাদের নজরে এসেছে। আগেও বলেছি, বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ও নীতির মূলে রয়েছে গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ। আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশের জন্ম হয়েছে। আর এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য মহান নেতাদের পাকিস্তানের স্বৈরশাসকের বিরুদ্ধে সারাজীবনের সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে। এই সংগ্রাম চলবে।

রবিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে মানবাধিকার দিবসে ‘বাংলাদেশ প্রেক্ষাপট: মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক সেমিনারে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এই সেমিনারে ঢাকার বিদেশি মিশনগুলোতে দায়িত্বরত দূতদের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App