×

জাতীয়

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী, জনসভা কানায় কানায় পূর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০২:১২ পিএম

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী, জনসভা কানায় কানায় পূর্ণ

ছবি: ভোরের কাগজ

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী, জনসভা কানায় কানায় পূর্ণ

ছবি: ভোরের কাগজ

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী, জনসভা কানায় কানায় পূর্ণ

ছবি: ভোরের কাগজ

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী, জনসভা কানায় কানায় পূর্ণ

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভা শুরুর আগেই জনসভাস্থল নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে। জনসভা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের এলাকায়ও মানুষের ঢল নেমেছে। ঐতিহাসিক এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকেলে বক্তব্য রাখবেন তিনি।

রবিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় পলোগ্রাউন্ড মাঠে নির্মিত নৌকা আকৃতির মঞ্চে জনসভার কার্যক্রম শুরু হয়। বেলা ৩টায় জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রায় ১১ বছর পর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

[caption id="attachment_387962" align="alignnone" width="1390"] ছবি: ভোরের কাগজ[/caption]

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চট্টগ্রামে কিছুদিন ধরে আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকে চট্টগ্রাম নগরীর সব প্রবেশ পথ দিয়ে বিভিন্ন যানবাহানে করে উপজেলাগুলো থেকে আসা হাজার হাজার নেতাকর্মী মাঠের দিকে আসতে শুরু করেন।

দুপুরে সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠে জায়গা না পেয়ে অনেক নেতাকর্মী সামনের সড়কে অবস্থান নেন। পাশের এলাকা সিআরবি, টাইগারপাস, কদমতলী এলাকায়ও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এরআগে শনিবার রাতেও অনেকে নগরীতে এসে পৌঁছান। দূরবর্তী উপজেলাগুলো থেকে আসা নেতাকর্মীরা শনিবার রাতেই নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে এসে অবস্থান নেন।

[caption id="attachment_387944" align="alignnone" width="1597"] ছবি: ভোরের কাগজ[/caption]

নেতাকর্মীদের মাঝে শনিবার রাতে ও রোববার সকালে রান্না করা খাবারও বিতরণ করা হয় বিভিন্ন নেতার পক্ষে। এছাড়া ভোর থেকে কর্মী-অনুসারীরা নেতাদের নাম ও ছবি সম্বলিত টি শার্ট ও টুপি মাথায় দিয়ে পলোগ্রাউন্ডের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। সাথে ছিল ঢোল ও ব্যান্ড পার্টির বাজনা। জাতীয় পতাকা, দলীয় পতাকা, নেতাদের ছবি, প্ল্যাকার্ডসহ নানা সাজে সজ্জিত হয়ে তারা মাঠে প্রবেশ করতে শুরু করেন।

নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনার নামে স্লোগান দিতে দিতে জনসভার মাঠে প্রবেশ করছিল। জনসভা উপলক্ষে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।

এদিকে, জনসভার বাইরে থাকা লোকজনও যাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পান, এ জন্য ৩০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। জনসভা প্রাঙ্গণ ও এর বাইরে টাইগারপাস, দেওয়ানহাট, কদমতলী, এম এ আজিজ স্টেডিয়াম, সিআরবি, কাজীর দেউড়ি, বিআরটিসি, নিউ মার্কেট এলাকায় মাইক লাগানো হয়েছে।

[caption id="attachment_387963" align="alignnone" width="1388"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App