×

জাতীয়

গভীর রাতে চনপাড়ায় খুন হন বুয়েটছাত্র ফারদিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৮:১৩ পিএম

গভীর রাতে চনপাড়ায় খুন হন বুয়েটছাত্র ফারদিন

ফারদিন নূর পরশ। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় রাত আড়াইটায় হত্যা করা হয় বুয়েট ছাত্র ফারদিন নূর পরশকে। তার ফুট প্রিন্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটির একটি সূত্র।

তবে হত্যায় বান্ধবী বুশরার সম্পৃক্ততা পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে আদালতের নির্দেশে রিমান্ড শেষে তার ঠাঁই হয়েছে কারাগারে।

বুয়েট ছাত্র ফারদিন হত্যার কারণ উৎঘাটনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। ডিজিটাল-অ্যানালগ তথ্যে ফারদিনের অবস্থান সম্পর্কে ধারণা নেয়া হয়। খোঁজ মেলে ধানমন্ডি, বনশ্রী, যাত্রাবাড়ী হয়ে সর্বশেষ অবস্থান নারায়ণগঞ্জের চনপাড়ায়।

ফারদিনের ফুট প্রিন্ট, গোয়েন্দা তথ্যের সূত্র র‍্যাব জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে চনপাড়াতেই খুন হয়েছে ফারদিন।

ফারদিনের বাবার মামলায় আসামি বান্ধবী বুশরাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। র‍্যাব-পুলিশ বলছে, এই মামলায় কোথাও বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি। ফারদিন হত্যা মামলায় বুশরা বর্তমানে কারাগারে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App