×

জাতীয়

নূর হোসেনের ঐতিহাসিক ছবি স্বত্বাধিকার মুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৯:০২ এএম

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে শহীদ হন গণতন্ত্র মুক্তির আন্দোলনে অগ্রসেনানি নূর হোসেন। বিরোধীদলগুলোর ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিতে তোলা ছবিগুলোর স্বত্বাধিকার মুক্ত করে দিয়েছেন চিত্রগ্রাহক দিনু আলম। এখন যে কেউ সরাসরি ছবিগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তবে এক্ষেত্রে ছবির ক্রেডিট তাকে দিতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত প্রখ্যাত স্থির চিত্রগ্রাহক দিনু আলমের ‘ফটোগ্রাফিক ডকুমেন্ট ১০ নভেম্বর ১৯৯৭’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিও মুয়াজ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের ট্রেজারার খাইরুল জামান কামাল প্রমুখ।

দিনু আলম বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর আমি মোট ৩৫টি ছবি তুলেছিলাম। এই গত ৩৫ বছর ধরে আমি ছবিগুলো নিজের কাছে সযত্নে আগলে রেখেছিলাম। কিন্তু এই ছবিগুলো বাংলাদেশের গত ৫০ বছরের ইতিহাসের অংশ। তাই আমি মনে করি, এই ছবিগুলো উন্মুক্ত করা দরকার। ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম যেন আরো বিস্তারিত জানতে পারে এটাই চাই। তিনি আরো বলেন, এতদিন নূর হোসেনের একটা ছবিই বারবার ব্যবহার হচ্ছিল। ফলে ছবির মান হারিয়েছে। এছাড়াও ছবিগুলোর সংবাদ মূল্য এখনো রয়ে গেছে। কিন্তু আমার এই ছবিগুলোর কথা অনেকেই জানেন না। তাই আপনাদের তা জানাতে এবং ছবিগুলো সবার জন্য উন্মুক্ত করে দিতে আগামীকাল (আজ বৃহস্পতিবার) শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App