×

জাতীয়

জাপার চিফ হুইপ পদ নিয়ে টানাটানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৬:৩৮ পিএম

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ পদ নিয়ে টানাটানি শুরু হয়েছে জাতীয় পার্টির মধ্যে। এক পক্ষ মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে ফখরুল ইমামকে চিফ হুইপ করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলে জানা গেছে।

অন্যদিকে বর্তমান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাও পাল্টা চিঠি দিয়েছেন, তিনি চিঠিতে জানিয়েছেন, বিরোধী দলের নেতার নির্দেশ ছাড়া চিফ হুইপের পদ বদলানো যায় না। এ নিয়ে দলে চলছে তুমুল বিতর্ক।

এবিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, ওরা কাজী ফিরোজ রশীদকে চিফ হুইপ করতে স্পিকারকে চিঠি দিয়েছে। আমিও স্পিকারকে চিঠি দিয়েছি যে তাদের প্রস্তাব বিধি সম্মত না। বিরোধী দলীয় নেতা না থাকলে কীভাবে সিদ্ধান্ত হয়? যদি তাদের প্রস্তাব মনে হয় আমি প্রতিবাদ করব। এ বিধি সম্মত না, এটা নিয়ে আমি স্পিকারকে অনুরোধ জানাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App