×

জাতীয়

ফের দুই রোহিঙ্গা নেতা খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১০:০৩ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ও বুধবার (২৬ অক্টোবর) পরপর দুদিন দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত নয়জন রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

এদিকে, বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়। চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App