×

জাতীয়

বিদ্যুৎবিচ্ছিন্ন ৮০ লাখ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০২:১৭ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে সারাদেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, আজ বিকেলের মধ্যে ৭০ শতাংশের বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে এবং আগামীকাল (বুধবার) দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে। নুসরিন হামিদ বলেন, ঘূর্ণিঝড়ের কারনে বিদ্যুৎ আমাদের সরবরাহে বিঘ্ন ঘটছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের ফুল পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, ট্রান্সমিটারের সমস্যা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (আরইবি) ৮০০ বৈদ্যুতিক পুল উপরে পড়েছে। এছাড়া অন্যান্য বিতরণ কোম্পানিগুলো এলাকাতেও বিদ্যুতের পুল উপরে পড়েছে। সব সহ প্রায় ২ হাজার বিদ্যুতের পুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে প্রায় ৮০ লাখ গ্রাহক এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তিনি বলেন, আমরা গ্রাহকদের দ্রুত সংযোগ দিতে চেষ্টা করছি। আমাদের কর্মীরা কাজ করছে। দ্রুত সংযোগ দেয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App