×

জাতীয়

রংপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০১:১২ পিএম

রংপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ

ফাইল ছবি

রংপুরে বিএনপি ও ছাত্রলীগের ডাকা পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। দিন যত গড়াচ্ছে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা।

বিএনপি নেতারা বলছেন, তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, বিএনপি নৈরাজ্য করলে তা প্রতিরোধ করা হবে।

দুই রাজনৈতিক দলের এই অনড় অবস্থানে বিরাজ করছে রংপুরে টানটান উত্তেজনা। এ পরিস্থিতিতে প্রশাসন এখনও কোনো পক্ষকেই সমাবেশের অনুমতি দেয়নি।

জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের দশ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার রংপুরে এ সমাবেশ আয়োজন করেছে বিএনপি।

সমাবেশ সফল করতে প্রতিদিনই রংপুরে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভাসহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। এ সমাবেশের জন্য রংপুর জিলা স্কুল মাঠ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে সোমবার পর্যন্ত প্রশাসনের অনুমোদন মেলেনি।

অন্যদিকে একই মাঠে দু'দিন আগে আগামী বৃহস্পতিবার বিভাগীয় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়। যদিও এ সমাবেশটি এক সপ্তাহ আগে গত শনিবার রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

ছাত্রলীগের ঘোষিত ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পরিকল্পনা নিয়েছেন দায়িত্বশীল নেতারা। তবে সোমবার দুপুর পর্যন্ত ছাত্রলীগকেও সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান বলেন, এখন শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি চলছে। স্কুলও খোলা। এ কারণে সমাবেশ করার জন্য কোনো পক্ষকে অনুমতি দেয়া হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কাউকে সমাবেশ করতে অনুমতি দেয়, তা ভিন্ন বিষয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক বলেন, আমরা এ বিষয়ে আবেদন পেয়েছি। তবে এখনও অনুমোদনের সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে কোনো সমস্যা নেই। যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আমরা প্রতিহত করব।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কর্মসূচি বিএনপি নিতেই পারে। তবে বিএনপির সমাবেশকে ঘিরে স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে স্বাগত জানাব। নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরই দায়ভার নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App