×

জাতীয়

গাইবান্ধায় পুনরায় ভোট ২০ জানুয়ারির মধ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৭:৫৭ পিএম

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় সিইসির ক্ষমতাবলে পরবর্তী ৯০ দিনে তা করার সিদ্ধান্ত হয়েছে। নিয়মানুযায়ী আগামী ২০ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার (১৯ অক্টোবর) জানিয়েছেন, ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। সে অনুযায়ী ভোটের উদ্যোগ নেয়া হলেও অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৪) দফার শর্তাংশের বিধান মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্ধারিত ৯০ দিনের নির্ধারিত মেয়াদের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে এ মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ও দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। সেই এখতিয়ার বলেই তিনি পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।

আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা ৫ শূন্য আসনের সম্পূর্ণ নির্বাচনী এলাকার নির্বাচন বন্ধ ঘোষিত হওয়ার কারণে ৯০ দিনের মধ্যে সকল আবশ্যক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুনঃনির্বাচনের মাধ্যমে পরবর্তী ৮ দিনের মধ্যে এ শূন্য পদ পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। অক্টোবর মাসের ২০ তারিখের পরবর্তী ৯০ দিনের মধ্যে তথা আগামী ২০ জানুয়ারি তারিখের মধ্যে জাতীয় সংসদের গাইবান্ধা ৫ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরবর্তী নতুন মেয়াদ নির্ধারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App