×

জাতীয়

১৭ জেলে আটক, চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০২:২০ পিএম

১৭ জেলে আটক, চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

ছবি: সংগৃহীত

১৭ জেলে আটক, চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ 
১৭ জেলে আটক, চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

আইন অমান্য করে অবৈধভাবে মাছ ধরায় মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় চার লাখ ৪২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৩৪ কেজি ইলিশ।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান। শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৎস্য অফিস জানায়, মা ইলিশ সংরক্ষণের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে অভিযান চলে। এসময় ১৭ জেলেকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৪ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং তিনজনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রতিদিনই নদীতে অভিযান চলছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাদের আটক করা হচ্ছে শাস্তি হিসেবে জেল-জরিমানা করা হচ্ছে। এছাড়া উদ্ধার মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App