×

জাতীয়

নিজের গায়ে আগুন দেয়া বর্মণ মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১২:৩৩ পিএম

নিজের গায়ে আগুন দেয়া বর্মণ মারা গেছেন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ হওয়া শ্যামল চন্দ্র বর্মণ (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার।

তার ছোট ভাই বিনয় চন্দ্র বর্মণ জানান, হাজারীবাগ বউ বাজার এলাকায় স্ত্রী রত্না বর্মণ, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শ্যামল। দিনমজুরের কাজ করতেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্ত্রী রত্নার সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া করে শ্যামল গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সজীব জানান, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। শরীরের ৮০ শতাংশ দগ্ধ নিয়ে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App