×

জাতীয়

ময়মনসিংহ রেলস্টেশনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৫:২৩ পিএম

ময়মনসিংহে রেলস্টেশনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এর বাইরে নগরীর কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে এ খবর এসেছে।

এদিকে, বেলা দুইটার দিকে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিএনপির ডাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়।

সমাবেশে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে উঠে সমাবেশস্থল ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ।

আরও পড়ুন: বিএনপির গণসমাবেশ শুরু, বাঁশে পতাকা বেঁধে উপস্থিত নেতাকর্মীরা

শনিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়ার পর পরই বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ও আশপাশের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু সরকার দলীয় লোকজন বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে আসতে না পারেন, এ জন্য বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে বাধা দিতে থাকেন। কিন্তু এসব উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App