×

জাতীয়

ঢাকা আসছেন ভিওনের প্রধান নির্বাহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১২:০৮ পিএম

ঢাকা আসছেন ভিওনের প্রধান নির্বাহী

ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু

বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু চার দিনের সফরে ঢাকা আসছেন। আজ শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা আসবেন তিনি।

চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর।

বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সরকার ও টেলিকম খাতসংশ্নিষ্ট নানা পক্ষের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি চট্টগ্রাম সফর করবেন। বাংলালিংকের ধারাবাহিক উন্নতি, বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনা, টেলিকম খাতের পরিস্থিতি ও ভিওনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তার আলোচনায় প্রাধান্য পাবে।

এবারের বাংলাদেশ সফর সম্পর্কে কান তেরজিওগ্লু বলেন, 'দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করে বাংলালিংক ভিওনের জন্য বিশেষ সাফল্য নিয়ে এসেছে। কীভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত রেখে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে আরও অবদান রাখা যায়, তা আমি এ সফরে সরকার ও সংশ্নিষ্ট নানা পক্ষের সঙ্গে আলোচনা করার সুযোগ পাব। আমি চট্টগ্রামের গ্রাহকদের জন্য একটি বিশেষ ঘোষণাও দিতে যাচ্ছি।' কান তেরজিওগ্লো ২০২১ সালের ১ জুলাই ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App