×

জাতীয়

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসছে বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৫:৫৮ পিএম

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসছে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে তিনি এসব কথা বলেন। এর আগে যে কোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার (৯ অক্টোবর) জানিয়েছিলেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।

জানা গেছে, গত ১৮ মে বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী শনিবার (১৪ অক্টোবর)।

গত রোববার (৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে বলেও সেদিন বলেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App