×

জাতীয়

ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:৪৪ পিএম

ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু

ফরিদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আকবর চৌধুরী লাবু। ছবি: ভোরের কাগজ

ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু
ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু
ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু
ম‌নোনয়নপত্র জমা দি‌লেন সাজেদা পুত্র লাবু

আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সংসদ উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও কৃ‌ষি গ‌বেষক শাহদাব আকবর চৌধুরী লাবু।

রবিবার (৯ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

এসময় উপ‌স্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীক হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, পৌর মেয়র অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলার প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকির মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ খান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হো‌সেন তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী।

মনোনয়নপত্র দাখিল শেষে লাবু চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। দেশ ও দলের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন। আমিও মায়ের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আগামী ৫ই নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আশা করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর-২ আসনের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App