×

জাতীয়

পাচারের অভিযোগে উল্লুকসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০১:৫০ পিএম

পাচারের অভিযোগে উল্লুকসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

পাচারের সময় বিপন্ন প্রজাতির একটি উল্লুকসহ দুই ব্যক্তিকে চুনতি অভয়ারণ্য থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবানের আলীকদম থেকে ধরে আনা উল্লুকটি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। সেই পথেই শনিবার (৮ অক্টোবর) সকালে চুনতি অভয়ারণ্যের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মার্শা পরিবহনের একটি বাস থেকে উল্লুকটিসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি কুমিল্লা জেলার দেবীদ্বারের ফতেয়াবাদ গ্রামের আবদুল জলিলের ছেলে মো. মুবিন (৩০) এবং দাউদকান্দির মাজহারুল (৩৫)। তারা রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি দোকানের কর্মচারী।

পুলিশের কাছে তারা স্বীকার করেছেন যে, উল্লুকটি তারা বান্দরবানের আলীকদম থেকে এনেছিলেন তারা। উদ্দেশ্য ছিল রিয়াজুদ্দিন বাজারে নিয়ে প্রাণিটি বিক্রি করে দেয়া।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, একটি উল্লুক উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছি আমরা।

এদিকে, চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, এটি ওয়েস্টার্ন হোলক গিবন বা পশ্চিমা উল্লুক প্রজাতির একটি পুরুষ উল্লুক। বয়স খুব বেশি নয়। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে ব্যবস্থা গৃহীত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App