×

জাতীয়

দেশে দুটি বিপদ দেখছেন ইনু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৪:২২ পিএম

বর্তমানে দেশে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এর মধ্যে একটি দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ। আরেকটি রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে। মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতাকে মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ করে চলেছে।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জাসদ সভাপতি ইনু।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত চক্র এবং তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক। রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি আফজাল হোসেন খানের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App