×

জাতীয়

বিদ্যুৎহীন দেশের অধিকাংশ এলাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০২:৫৭ পিএম

বিদ্যুৎহীন দেশের অধিকাংশ এলাকা

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। ফাইল ছবি

বিদ্যুৎহীন দেশের অধিকাংশ এলাকা

জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবি জানিয়েছে, পিজিসিবি’র ট্রান্সমিশন-১ ফেইল করেছে। তাই জাতীয় গ্রিডের এই সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ ব্ল্যাক-আউট। এই অঞ্চলের সকল গ্রিড বিদুৎ বিচ্ছিন্ন। তাই আপাতত বিদুৎ বিচ্ছিন্ন এই অঞ্চল। এছাড়াও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

[caption id="attachment_373235" align="alignnone" width="1156"] জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় রাজধানীর মৌচাকের ফুটপাতে টর্চ লাইট জ্বালিয়ে সবজি বিক্রি করছেন এক বিক্রেতা। ছবি : হাসনাত আসিফ কুশল[/caption]

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান বলেন, মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে এ বিপর্যয় ঘটে। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। দুপুর ৩টা ১০ মিনিট পর্যন্ত সময়ে যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেন্যান্স) মো. মাসুম আলম বকসী বলেন, আমরা এখনো জানি না যে কী হয়েছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। শুধু এটুকু বলতে পারি যে, দেশের বিভিন্ন এলাকায় এ মুহূর্তে বিদ্যুৎ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App