×

জাতীয়

ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৩ পিএম

ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি

গত আগস্ট মাসে ই-নামজারি মামলার নিষ্পত্তিতে বেশি সময় নেয়ায় ভূমি মন্ত্রণালয় ২১টি জেলাকে মাত্রাতিরিক্ত অনিষ্পন্ন ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া মামলা নিষ্পত্তিতে অতিরিক্ত সময় ব্যয়ের কারণ জানানোর নির্দেশও দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সকল বিভাগীয় কমিশনার এবং তিন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ জারি করা পরিপত্র অনুযায়ী ই-নামজারি আবেদন ২৮ দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান থাকলেও ই-মিউটেশন মনিটরিং ড্যাশ বোর্ড পর্যালোচনায় দেখা যায় যে, গত আগস্ট মাসে সকল বিভাগের অধীন ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় ঢাকা বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৪৪, খুলনা বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৪৪, সিলেট বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৪৪ এবং রংপুর বিভাগে ৪৫ দিন।

এছাড়া ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় পর্যালোচনা করে দেখা যায় যে, গত আগস্ট মাসে যেসব জেলায় ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় অত্যধিক সেগুলো হলো, গাজীপুর-৭২ দিন, নারায়ণগঞ্জ-৫৯ দিন, মানিকগঞ্জ-৫৪ দিন, রাজবাড়ী- ৬৪ দিন, ফেনী- ৫৮ দিন, কুমিল্লা- ৫৩ দিন, কক্সবাজার-৫২ দিন, লক্ষ্মীপুর-৫৩ দিন, নওগাঁ- ৫৯ দিন, চাঁপাইনবাবগঞ্জ -৬৮ দিন, খুলনা- ৫২ দিন, নড়াইল-৫৩ দিন, মাগুরা- ৫৪ দিন, ঝালকাঠি- ৫৩ দিন, বরিশাল- ৫৩ দিন, সিলেট- ৬২ দিন, সুনামগঞ্জ ৬০ দিন, শেরপুর ৬২ দিন, রংপুর -৫৩ দিন, গাইবান্ধা-৫২ দিন, দিনাজপুর-৫২ দিন।

চিঠিতে বলা হয়, www.land.gov.bd এ 'ই-নামজারি' পোর্টালে প্রবেশ করে এলাকা ভিত্তিক নামজারি তথ্যচিত্র' (ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময়) দেখার অপশনটি সাধারণ নাগরিকসহ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এ পোর্টালে প্রবেশ করে সরাসরি বিভাগ/ জেলা পর্যায় থেকে মনিটরিং করার সুযোগ রয়েছে।

ই-নামজারি পোর্টলে (www.land.gov.bd) নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় নিয়মিত মনিটরিং করাসহ সংশ্লিষ্ট বিভাগ/জেলার অধীনে ২৮ দিনের অধিক মাত্রারিক্ত অনিষ্পন্ন ই-নামজারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য এবং ই-নামজারি মামলা নিষ্পত্তিতে নির্ধারিত সময়ের অতিরিক্ত মাত্রার সময় ব্যয় হওয়ার কারণ জানানোর জন্য চিঠিতে নির্দেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App