×

জাতীয়

বিস্ফোরণে দগ্ধ কৌতুকাভিনেতা রনিকে ক্যাবিনে স্থানান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১ পিএম

বিস্ফোরণে দগ্ধ কৌতুকাভিনেতা রনিকে ক্যাবিনে স্থানান্তর

কৌতুক শিল্পী আবু হেনা রনি। ফাইল ছবি

বিস্ফোরণে দগ্ধ কৌতুকাভিনেতা রনিকে ক্যাবিনে স্থানান্তর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের দু’জনের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বিধায় তাদেরকে এইচডিইউ থেকে ক্যাবিনে নেওয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয় ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন জানান, তাদের দু’জনের শরীরেই আজকের ড্রেসিং করা হয়েছে। শারীরিক অবস্থার অনেক উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে কেবিনেই রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তাদেরকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালীসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিলো। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App