×

জাতীয়

সাইবার অপরাধ বাড়ায় সবাই অতিষ্ঠ: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ পিএম

সাইবার অপরাধ বাড়ায় সবাই অতিষ্ঠ: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

দেশে এত বেশি সাইবার অপরাধ বেড়েছে যে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় নারীদের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই অপরাধের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। এ জন্য বর্তমানে আমরা ‘সাইবার ক্রাইম ইউনিট’ গঠন করেছি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৮২ হাজার ৫৮৩টি নতুন পদ সৃষ্টি করে পুলিশ নিয়োগ করেছি। দেশে তৈরি করেছি ইন্ডাস্ট্রিজ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও ব্যুরো অব ইনভেস্টিগেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App