×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে গেলেন সস্ত্রীক ড. মোমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৯ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে গেলেন সস্ত্রীক ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সস্ত্রীক যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি উড্ডয়ন করে। লন্ডনের স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর কথা যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ১৬৭ জন।

প্রসঙ্গত, গত ৫-৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় সফর করেন। সফরের আগের দিন সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়াই প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করেন। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তার সা¤প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর না করার বিষয়ে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে তিনি ভারত সফর করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App