×

জাতীয়

ইভিএম কেনা নিয়ে ফের বৈঠক সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

ইভিএম কেনা নিয়ে ফের বৈঠক সোমবার

ফাইল ছবি

জাতীয় নির্বাচনে ইভিএম কেনা এবং কতগুলো ইভিএম কোন কোম্পানি থেকে কিনতে হবে এসব বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল কমিশন ইভিএম কেনা ও ইভিএম সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসলেও এ নিয়ে কোন সিদ্ধান্তে আসতে পারেনি। আবারো আগামী সোমবার  (১৯ সেপ্টেম্বর) বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজকের বৈঠকে ইভিএম যাচাই কমিটিকে এ মেশিনের দাম যাচাই করার জন্য বলা হয়েছে। তারা রিপোর্ট দিলে আগামী সোমবার কতগুলো ইভিএম কিনতে হবে, তার মান, মূল্য ইত্যাদি নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছেন সিইসি। কিন্তু ইসির হাতে ৭০-৮০টি আসনে ব্যবহার যোগ্য ইভিএম আছে। বাকিগুলো কেনার বিষয়ে আজ বৈঠক করে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App