×

জাতীয়

উত্তরায় বিএনপির সমাবেশে তীব্র যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

উত্তরায় বিএনপির সমাবেশে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন কর্মী নিহতের প্রতিবাদে উত্তরায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি। এ সময় উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১৬টি প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে উত্তরার আট নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে মালেকা বানু স্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, আব্দুস সালাম, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, তাবিথ আউয়াল, এস এম জাহাঙ্গীরসহ মহানগর উত্তর- দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি পূর্ব জোনের আয়োজনে সমাবেশে উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান উত্তরায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কর্মসূচি আয়োজন করার প্রতিবাদ জানিয়েছেন। এসময় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উত্তরার আজিমপুর নবাব হাবিবুল্লাহ স্কুল সংলগ্ন প্রতিবাদ সভা আয়োজন করেছে আওয়ামী লীগ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে দীর্ঘ যানজটির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App