×

জাতীয়

পূর্বধলায় ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

পূর্বধলায় ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোণার পূর্বধলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ছবি: ভোরের কাগজ

নেত্রকোণার পূর্বধলা ও শ্যামগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাছান শাহীনের নেতৃত্বে উপজেলার শ্যামগঞ্জে আহমেদ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের অনুমতি না থাকায় উক্ত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এর আগে ১ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের অনুমতি না থাকায় নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, সেবা স্পেশাল ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহ্জালাল ডায়াগনস্টিক সেন্টার, রাজধলা ডায়াগনস্টিক সেন্টার, ডিফেন্স কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর ডেন্টাল কেয়ার ও শ্যামগঞ্জের আহমেদ ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এছাড়া মায়া কানন ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার, হেনা ডায়াগনস্টিক সেন্টার, বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক চক্ষু হাসপাতালসহ মোট ৭টি হাসপাতালকে লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাছান শাহীন, এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. বিশ্বপ্রিয় মজুমদার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাছান শাহীন জানান, যেসব ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আর যেসব ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়নি তাদেরকে ১৫ দিনের মধ্যে নবায়ন করতে সময় দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App