×

জাতীয়

ফুলে ফুলে ভরে উঠল জাতীয় কবির সমাধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১১:২৭ এএম

ফুলে ফুলে ভরে উঠল জাতীয় কবির সমাধি

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। ছবি: ভোরের কাগজ

ফুলে ফুলে ভরে উঠল জাতীয় কবির সমাধি

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্য নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ

ফুলে ফুলে ভরে উঠল জাতীয় কবির সমাধি

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার। ছবি: ভোরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবির সমাধি মুখরিত হয়ে ওঠে। শ্রদ্ধা জানানোর পর ফুলে ফুলে ভরে ওঠে কবির সমাধি।

[caption id="attachment_364237" align="aligncenter" width="700"] শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার। ছবি: ভোরের কাগজ[/caption]

এদিন সকালে নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সাধার‌ণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শ্রদ্ধা জানান। পাশাপাশি, শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

[caption id="attachment_364236" align="aligncenter" width="700"] শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্য নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ[/caption]

এদিকে, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শিল্পী-সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

এর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে।

১৯৭৬ সালের ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App