×

জাতীয়

টিকা দেয়া হবে সোয়া দুই কোটি শিশুকে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১১:২৩ এএম

টিকা দেয়া হবে সোয়া দুই কোটি শিশুকে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ছবি: সংগৃহীত

সোয়া দুই কোটি শিশুকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের টিকা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা কার্যক্রম। এই কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সব শিশু খুব আগ্রহ নিয়ে টিকা নিতে আসছে।

সোয়া দুই কোটি শিশুকে টিকা দেয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন আপাতত তাদের দেয়া হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের পরবর্তীতে দেয়া হবে। আমরা কেন্দ্রভিত্তিক তা প্রদান করেছি। কারণ কেন্দ্র বাছাই করলে তারা অটোমেটিক স্কুলে এসে টিকা নিতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App