×

জাতীয়

গার্ডার পড়ে মৃত্যু: ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৯:১৪ এএম

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন উড়াল সড়কের গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় ক্রেনচালক আল আমিন হৃদয়সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৮ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃতরা হলেন, চালকের সহকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরায় গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনার শুরু থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। দুর্ঘটনার পর থেকে সারা দেশে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল অভিযান চালায়। এরপর ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App