×

জাতীয়

চকবাজারে আগুনে পোড়া কারখানা থেকে ৬ মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

চকবাজারে আগুনে পোড়া কারখানা থেকে ৬ মরদেহ উদ্ধার

সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ভোরের কাগজ

চকবাজারে আগুনে পোড়া কারখানা থেকে ৬ মরদেহ উদ্ধার

সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানা। ছবি: ভোরের কাগজ

চকবাজারে আগুনে পোড়া কারখানা থেকে ৬ মরদেহ উদ্ধার

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেলে চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুনে নিহতদের স্বজনের আহাজারি। ছবি: শাহাদাত হাওলাদার

রাজধানীর চকবাজারের কামালবাগে আগুনে পোড়া কারখানা থেকে ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। আগুন লাগা ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মো. ওসমান (২৫) ও মো. বিল্লাল নামে দুজন এখনও নিখোঁজ বলে তাদের স্বজনরা দাবি করেছেন।

নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২) ও মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ ওসামানের খালাত ভাই মো. রুবেল বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটির নিচতলায় বরিশাল হোটেলে কাজ করত ওসমান। রাতে কাজ করে ওই ভবনের দোতলায় ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তার ফোনে ফোন করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

[caption id="attachment_362609" align="aligncenter" width="700"] সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানা। ছবি: ভোরের কাগজ[/caption]

তিনি আরও বলেন, ভবনটির দোতলায় আমি গেছিলাম। সেখানে আমরা মানুষের হাড়ের মতো কিছু জিনিস দেখতে পেয়েছি।

মো. আব্দুল্লাহ বলেন, মো. বিল্লাল (৩৩) নামে তার দুলাভাইও নিখোঁজ। বরিশাল হোটেলে তিনিও কাজ করতেন। গত রাতে নাইট ডিউটি করে দিনে ওই ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন তিনি। আগুন লাগার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পরই ফায়ার সার্ভসের উদ্ধারকর্মীরা ধারণা করেন, ভবনের ভেতরে একাধিক মরদেহ থাকতে পারে।

[caption id="attachment_362606" align="aligncenter" width="700"] সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ভোরের কাগজ[/caption]

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফর্মারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App