×

জাতীয়

‘চলতি সপ্তাহে জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০১:২৯ পিএম

‘চলতি সপ্তাহে জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন’
‘‘কাগজে কলমে বেশ কিছু দিন অাগেই পরিবর্তন করা হয়েছে শাহবাগে অবস্থিত জিয়া শিশু পার্কের নাম। তবে এখনও নামের ফলক পরিবর্তন করা হয়নি। চলতি সপ্তাহেই পরিবর্তন হবে জিয়া শিশু পার্কের নাম। নতুন নাম হবে শুধু ‘শিশু পার্ক’।’’ বুধবার দুপুর ১২টায় সচিবলায়ে পিঅাইডি সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অায়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অা ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, বেশ কিছুদিন অাগে কাগজে কলমে জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করা হয়েছে। অার ঠিক যে স্থানে পার্কটি রয়েছে সেটার স্থানও পরিবর্তন করা হবে। পরিবর্তন করে সামান্য পূর্ব দিকে সরানো হবে। তিনি বলেন, যেহেতু এই স্থানটিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করছিল। তাই এখানে একটি স্মৃতি স্তম্ভ করা হবে। সেখানে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস সংরক্ষণ করা হবে। তিনি বলেন, পার্কটি ভেঙে নতুন অাদলে তৈরি করা হবে। যাতে করে শিশুরা পার্কে ঢুকে একবার স্মৃতিস্তম্ভ দেখে বের হতে পারে। পার্কে ঢুকে স্মৃতিস্তম্ভ না দেখে বের হওয়ার সুযোগ থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App