×

জাতীয়

একে একে চিকিৎসাধীন আটজনই মারা গেলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১০:৫০ এএম

রাজধানীর তুরাগ কামারপাড়ায় ভাঙারির কারখানায় বিস্ফোরণে একে একে দগ্ধ আটজনেরই মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে রিকশাচালক শাহিন (২৫) মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটজনের সবাই মারা গেছেন।

মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম বলেন, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। থাকতেন তুরাগ কামারপাড়া এলাকায়। বাবার নাম মো. হাসান আলী।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতর গড়ে তোলা ভাঙারির কারখানায় বিস্ফোরণের এ ঘটনা সংঘটিত হয়। এতে শনিবার রাতেই মারা যান দগ্ধ কারখানা মালিক গাজী মাজহারুল ইসলাম, আলম, নুর হোসেন। অন্যদিকে, রবিবার রাতে মিজানুর, সোমবার সন্ধ্যায় ও রাতে যথাক্রমে মাসুম ও আলআমিন এবং মঙ্গলবার রাতে শফিকুল মারা যান।

ওই কারখানাতে পুরাতন হ্যান্ড স্যানিটাইজারের খালি বোতল ভাঙার সময় সেখান থেকে এ ভয়াবহ বিস্ফোরণ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App