×

জাতীয়

চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০২:০৫ পিএম

চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

এসটিএইপি প্রকল্পের শিক্ষকদের রাজস্বকরণ সহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সমাবেশ। ছবি: ভোরের কাগজ

ডিপ্লোমা কোর্সের মেয়াদ বৃদ্ধি করা, এসটিএইপি প্রকল্পের শিক্ষকদের রাজস্বকরণসহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সমাবেশ। আজ (৩১ জুলাই) জাতীয় শহিদ মিনারে এই সমাবেশ আয়োজন করা।

চার দফা দাবিগুলো হলো, চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৪ বছর করা, প্রধানমন্ত্রীর নির্দেশনাও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট দেয়া, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটের নিরসন করা ও টিটিসি'র শিক্ষকদের পদোন্নতি এবং এসটিএইপি শিক্ষকদের রাজস্বকরণ করা।

সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App