×

জাতীয়

সরকারি কেনাকাটা স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৩:০৩ পিএম

সরকারি কেনাকাটা স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কেনাকাটা স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার সচিবালয় অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

সরকারের বিভিন্ন চলমান প্রজেক্টে খরচ কমানোর কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের ব্যয় কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয় অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

May be an image of 5 people, people sitting, people standing and indoor

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিন ক্যাটাগরিতে খরচ কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম ক্যাটাগরিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির প্রকল্পগুলোতে শতভাগ অর্থায়নের কথা বলা হয়েছে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে ৭৫ শতাংশ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে এবং তৃতীয় ক্যাটাগরির প্রজেক্ট গুলো আপাতত বন্ধ করতে বলা হয়েছে।

তিনি বলেন, কেনাকাটাতে যথাসম্ভব খরচ কমাতে বলা হয়েছে। অর্থাৎ যে সকল জিনিস ইমিডিয়েট প্রয়োজন নেই সেগুলো ক্রয় করতে না করা হয়েছে।

প্রধানমন্ত্রী উদ্বোধন বাড়ানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। যে সকল ফসলের দুইবার উৎপাদন হয় সেখানে তিনবার উৎপাদন করা যায় কিভাবে তার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App