×

জাতীয়

জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০১:০০ পিএম

জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: ডিএমপি কমিশনার

জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেননি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। কারণ জঙ্গিরা কখনোই একেবারে বসে থাকে না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ একাধিক টিম সম্প্রতি ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করেছে।

জঙ্গি হামলার বিষয়ে প্রস্তুতি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাযহাবভিত্তিক ও পীরদের আস্তানা বা উপাসনালয়কেন্দ্রীক যেখানে বড় ঈদের জামাত হয়, এসব জায়গা জঙ্গিদের টার্গেট থাকে। এছাড়া, শিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোতেও হামলার আশঙ্কা অমূলক নয়। সেসব স্থানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App