×

জাতীয়

দুঃখী দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৩:৪৮ পিএম

দুঃখী দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

প্রতীকী ছবি

বিশ্বে সবচেয়ে দুঃখী দেশের মধ্যে বাংলাদেশের সপ্তম স্থানে রয়েছে। আজ সোমবার (৪ জুলাই) ‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১২২টি দেশের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের স্কোর ৪৫। এদিকে, আফগানিস্তান ৫৯ স্কোর নিয়ে দুঃখী দেশগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চের মধ্যে বাংলাদেশে পরিচালিত জরিপে অংশ নেন এক হাজার মানুষ। বিশ্বের ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেশি মানসিক চাপে ছিলেন তারা।

শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কিনা, এ সংশ্লিষ্ট প্রশ্নও জরিপে অন্তর্ভুক্ত ছিল।

গ্যালাপের বৈশ্বিক ব্যবস্থাপনা অংশীদার জন ক্লিফটন বলেন, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও মহামারিতে ভুগছে বর্তমান বিশ্ব। এর মধ্যে যে কোনো একটির প্রভাব আরও প্রকটভাবে বিশ্বে পড়বে। তবে, এসব সমস্যা আলোচনায় আসার আগে থেকেই বিশ্বব্যাপী অসন্তোষের বিষয়টি শুরু হয়েছে। এক দশক ধরে এই অসন্তুষ্টি বেড়েই চলেছে।

জরিপে অংশ নেয়া প্রতি ১০ জনের মধ্যে তিনজন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চারজনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও রাগ (২৩ শতাংশ) অনুভব করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App